সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ দায়িত্বভার গ্রহন করেছেন।
বুধবার সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুমে নবনির্বাচিতদের সংবর্ধনাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তারা এ দায়িত্বভার গ্রহনের মাধ্যমে প্রথম কার্যদিবস শুরু করেন। সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন এর সভাপতিত্বে এসময় শোভনালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, মহিলা মেম্বর অনিতা রানী সরকার, নাছিমা খাতুন, মরিয়ম খাতুন, মেম্বর আব্দুল গফফার, উদয় কান্তি বাছাড়, আলমগীর হোসেন, আব্দুল হান্নান পাড়, আজিজুল ইসলাম, নাসির উদ্দিন, মোজাম্মেল হোসেন, আজগার আলী, সুভাষ বাছাড়, বাউচাষ এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু হুসাইন বুলবুল, বাঁকড়া আজিজীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি সচিব আমিনুর রশিদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সবশেষে নবানির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।