গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে মোল্লারহাট ও গোপালগঞ্জের বর্ডারে টোল প্লাজার নিকট হতে ৩৮৭ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকারসহ ০২ জনকে গ্রেফতার করে গোপালগঞ্জ থানা পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায় খুলনা জেলার খালিশপুর থানার কোহিনুর মোড়ের মো. আলীর ছেলে মো. আলাউদ্দিন (৩৬) এবং অপর জন একই এলাকার জয়নুল আবেদীনের ছেলে মো. মেহেদী হাসান বাবুল (৩৬)। তারা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল নিয়ে মানিকগঞ্জের উদ্দ্যেশে রওনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থানা পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। মোল্লারহাট টোলপ্লাজার নিকটে ফেন্সিডিল বহনকারী গাড়িটিকে আটকের চেষ্টা করলে, গাড়িটি দ্রুত পালানোর সময় কৌশলে থানা পুলিশের একটি চৌকস টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।