গাজীপুরে কালিয়াকৈর থেকে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার কানাই থানার বেগমগ্রামের মোখলেছুর রহমানের ছেলে মাসুদুর রহমান অপূর্ব ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানা বারো কাউনিয়া এলাকার জসিম উদ্দিন এর মেয়ে আরিফা আক্তার মীম।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোরা পাম্প এলাকায় একুশে সংবাদের সাংবাদিক পরিচয় দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে রিয়াজ ও দেলোয়ার নামে দুই ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাদের কাছে তাদের আইডি কার্ড দেখাতে বললে আটক ব্যক্তিরা এলাকাবাসীর উপর চড়াও হয়। এমত অবস্থায় ভুক্তভোগি রিয়াজুল ও দেলোয়ার কালিয়াকৈর থানায় অভিযোগ করলে কালিয়াকৈর থানা পুলিশের উপ -পরিদর্শক আলাউদ্দিন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে একাধিক পত্রিকার ভূয়া কার্ড জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, আটককৃতরা এর আগেও কালিয়াকৈর উপজেলার কয়েকজন ব্যক্তির কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা চাঁদা আদায় করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।