গাজীপুরের কাপাসিয়ায় সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার পর খাটের নীচে লুকিয়ে রাখে ঘাতক স্বামী। হত্যার অভিযোগে নিহতের ঘাতক স্বামী জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার জসিম উ্দ্দিন কাপাসিয়া মধ্যপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, এক বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার হায়েতখার চালার এলাকার মৃত জজ মিয়ার মেয়ে সুইমাইয়ার পারিবারিকভাবে কাপাসিয়া মধ্যপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঝগড়াঝাঁটির একপর্যায়ে শনিবার সকালে জসিম তার স্ত্রী সুমাইয়াকে গলাটিপে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ ঘরের ভেতর খাটের নীচে লুকিয়ে রাখে। দুই দিন যাবৎ কোন খোঁজখবর না পেয়ে মেয়ের বাড়িতে এসে খোঁজ নিয়ে না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয়। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর খাটের নীচ থেকে নিহতের মরদে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, পারিবারিক কলহের কারণে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতো। তারই প্রেক্ষিতে শনিবার সকালে জসিম তার স্ত্রী সুমাইয়াকে গলা টিপে হত্যা করে মৃতদেহ ঘরের ভেতর খাটের নীচে লুকিয়ে রাখে। পরে নিহতের মা এসে খোঁজ নিয়ে না পেয়ে ৯৯৯ ফোন দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। স্বামীকে আটক করা হয়।