বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এতো মানুষ তবুও মানুষহীন! কবি- তানভীর আহমেদ থানা থেকে লুট হওয়া গুলি ও শুটার গান উদ্ধার বীর সেনানিদের বীরত্বগাঁথা-৭, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া সাতক্ষীরার ডিবি পুলিশ কর্তৃক কালিগঞ্জ থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক-১ সিনিয়র সাংবাদিক আশেক-ই-এলাহীর মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর সেবার ব্রত নিয়ে শ্যামনগরে ফেইথ ইন এ্যাকশন’র প্রকল্প অবহিতকরণ সভা সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল জব্দ মিড-বাজেটের প্রথম আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সমৃদ্ধ স্মার্টফোন আনছে যাচ্ছে রিয়েলমি সি৭৫

আশাশুনিতে এক নারীকে মোবাইল ডেকে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্লাক মেইল, গ্রেপ্তার-১

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

দরিদ্র স্বামী বিদেশ থাকায় বাপের বাড়িতে অবস্থানকারী এক নারীকে কৌশলে মোবাইল ফোন ডেকে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্লাক মেইল করার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম আমানুল্লাহ ওরফে সবুজ (৪০)। তার বাবার নাম আনারুল ইসলাম। আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের এক সন্তানের জননী এক নারী (২৫) জানান, উপজেলার নাকনা গ্রামের এক দিনমজুরের সঙ্গে পাঁচ বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে চার বছরের এক ছেলে রয়েছে তাদের। অভাবের তাড়নায় স্বামী ভারতে কাজ করতে যেয়ে করোনার কারণে বাড়ি ফিরতে পারেনি। ফলে সে বাপের বাড়িতেই ছেলেকে নিয়ে অবস্থান করে আসছে। স্বামী বাড়িতে না থাকায় লেবানন ফেরৎ আমানুল্লাহ তাকে বাড়ির বাইরে এলেই কু’প্রস্তাব দিতো। তিন মাস আগে আমানুল্লাহ তাকে তার বন্ধুর মেয়ের মুখে ভাত অনুষ্ঠানে কচুয়া গ্রামে যেতে বলে। সেখানে তার বন্ধুর বাড়িতে কেউ না থাকার সূযোগ ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের চিত্র আমানুল্লাহ মোবাইল ভিডিও করে। তার কথামত না চললে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে দেড় মাসে আগে আঙুরের দোকান ক্যারাম বোর্ড খেলা শেষ সে একই গ্রামের আবুল কাশেমের ছেলে বাপ্পি, মিয়ারাজ সরদারের ছেলে আজাহারুল ও আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদরকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। দরজা জানালা বন্ধ থানায় মোবাইল আমানুল্লাহ বলে যে এখনই তার ভিডিও ইন্টারনেট ছেড়ে দেব। সকালে তাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। মরতে হবে তার বাড়ির লোকজনদের। একপর্য়ায়ে দরজা খুলে দিলে ওই চারজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর মোবাইল ফোন থেকে ছবি ডিলেট করলেও গুগলে থাকা ছবি সে ইমোর মাধ্যমে তার কাছে আবার পাঠায়। একপর্যায়ে ওই চারজনের কাছে সে জিম্মি হয়ে পড়ে। বাধ্য হয় বৃহষ্পতিবার বিষয়টি সে তার বাবা, মা ও ভ্যান চালক ভাইকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে আজাহারুল বৃহষ্পতিবার রাতে তার বাবা ও ভাইকে বাড়িতে ডেকে চারজন মিলে মারপিট করে। বেশি বাড়াবাড়ি করলে বা থানা পুলিশ করলে খুন করার হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে আশাশুনি থানায় যেয়ে এজাহার দিলে পুলিশ আমানুল্লাহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে জানতে চাইলে আমানুল্লাহ সবুজ ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন ও ভিডিও ফুটেজ ডিলেট করে দিয়েছেন বলেন জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর বলেন, এ ঘটনায় ধর্ষিতা নারী বাদি হয়ে ধর্ষণ ও ধর্ষণ সহায়তা করার অভিযোগ চারজনের নামে উল্লেখ করে শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত আমানুল্লাহ সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। শনিবার তার ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!