সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, কালিগঞ্জ সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক খোদাবক্স এর বুধবার রাতে বাধক্যজনিত মৃত্যুতে গভীর শোক জ্ঞাপণ ও শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিগত সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাতক্ষীরার গণমানুষের জননেতা ডাক্তার মোঃ শহীদুল আলম। শোকবার্তায় তিনি বলেন- মরহুম অধ্যাপক খোদাবক্স স্যার ছিলেন সত্যিকার অর্থে বিএনপির দুর্দিনের কাণ্ডারী। তিনি আমৃত্যু দলের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিএনপির যে ক্ষতি হল, তা অপরিমেয়। সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিটির মৃত্যুতে আমি শোকাভিভূত। আমি তার রুহের মাগফিরাত এবং মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতের উচ্চতম স্থান কামনা করি।