সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা আর টি আই তথ্য অধিকার সেল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এ অগ্রগতি সংস্থার আয়োজনে ও দি কাটার সেন্টার এর সহযোগিতায় তথ্য অধিকার আইন ২০০৯ এর বিষয়ে উপজেলা পর্যায়ে আরটিআই তথ্য অধিকার সেল গঠন করা হয়।
অগ্রগতিসংস্থা প্রজেক্ট কো-অর্ডিনেটর মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু অগ্রগতি সংস্থা উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর নার্গিস খাতুন তথ্য বন্ধু মাসুমা খাতুন বক্তব্য রাখেন কাজী একরামুল হোসেন মনিকা হালদার অঞ্জলি প্রমূখ আরটিআই তথ্য অধিকার আইন বিষয়ে নারীদের ধারণা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন ও কুশুলিয়া ইউনিয়ন এই প্রকল্পের আওতায় দুই বছর আটকে বিষয়ে নারীদের নিয়ে কাজ করবে সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ কে সভাপতি ও কাজী একরামুল হোসেন কে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আরটিআই তথ্য সেল কমিটি গঠন করা হয়েছে।