সাতক্ষীরার কালিগঞ্জে মহামারি নভেল করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পরপরই মারাত্মক সংকটময় সময়ে ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষদের সাহায্যে ও সচেতনতা সৃষ্টিতে সাড়া ফেলেছেন সংবাদকর্মী ফরিদুল কবির। করোনাকালীন সময়ে নিজ উদ্যোগে অসহায়, হতদরিদ্র বেশ কিছু মানুষদের বাড়ি বাড়ি গোপনে খাদ্য সামগ্রিক, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় নাজিমগঞ্জ বাজারে বনলতা ফ্যাশনে অসুস্হ্য শিশু ফারিহার পিতার হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করেনন। সে দীর্ঘদিন সাতক্ষীরা থেকে প্রকাশিত ও প্রচারে শীর্ষে দৈনিক দৃষ্টিপাতের মথুরেশপুর ইউনিয়নের প্রতিনিধি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহামারি করোনার সংকটময় মুহূর্তে সংবাদকর্মী ফরিদুল কবির নিজ গ্রাম উপজেলার শীতলপুরসহ পার্শ্ববর্তী বসন্তপুর, হাড়দ্দাহ, চর যমুনা এলাকায় বেশ কিছু অসহায়, হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গোপনে খাদ্য সামগ্রিক বিতরণ করেছেন। লাগাতার লকডাউনে পথের ভিক্ষুকদের ডেকে খাদ্য সামগ্রিক বিতরণ করে সে। শুধু তাই নয়, মহামারি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজ উদ্যেগে সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। সম্প্রতি মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের সদস্য জাকিয়া রাজিয়া করোনা আক্রান্ত হলে কিছু ফল নিয়ে বাড়িতে ছুটে যেয়ে তার শরীরিক খোঁজ খবর নেয়। এসময় সে টিমের সকল সদস্যদের পাশে থাকার আশ্বাস দেয়। সাংবাদিকতার পাশাপাশি তার জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। এবিষয়ে সংবাদকর্মী ফরিদুল কবির বলেন, দেশে মহামারি করোনার প্রকোপ শুরু থেকে এলাকায় তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ, প্রশাসনের নির্দেশনায় বিদেশ থেকে আসা মানুষদের কোয়ারেন্টাইন মেনে চলতে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ অব্যাহত রেখেছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেচ্ছায় জনগণের সহযোগিতার পাশাপাশি ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে এখনও কাজ করছি। করোনাকালীন সময় দেশের জন্য ও দেশের সাধারণ মানুষের জন্যে ভাল কিছু করতে পারলে তবেই আমার পরিশ্রম স্বার্থক হবে। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু বলেন, মরনঘাতী করোনার প্রার্দুভাবে মানুষ যখন ঘরবন্দি তখন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফরিদুল কবির মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল। সেই দুঃসময় থেকে এলাকার কিছু ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। করোনা প্রতিরোধ কার্যক্রমে উপজেলা প্রশাসনের গঠিত মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার হিসাবে গুরু দায়িত্ব পালন করে ইউনিয়ন টিমকে প্রশংসিত করেছে। সামাজিক দায়িত্ববোধ ও দায়বদ্ধতায় নিঃস্বার্থ ভাবে মানুষের সেবায় কাজ করায় তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তার কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক এই কামনা করি। মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আলাউদ্দিন সোহেল বলেন, করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে সংবাদকর্মী ফরিদুল কবির। দেশের সংকটময় মুহূর্তে সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক এবং সময়োপযোগী। তার এই জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল।