রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

সাতক্ষীরায় ড্রাইভার কর্তৃক মিথ্যাচার ও মামলার স্বাক্ষীদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে

ছিনতায় মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটার সাইফুল ড্রাইভার কর্তৃক মিথ্যাচার এবং মামলার স্বাক্ষীদের বিভিন্ন হুমকি ধামকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুল মাজেদ শেখের পুত্র মোক্তার হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ইট ব্যবসায়ী। সম্প্রতি নগরঘাটা গ্রামের আব্দুল করিমের পুত্র সাইফুল ইসলাম ড্রাইভার গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিনেরপোতা ব্রীজের পাশে ইউনুসের চায়ের দোকান সংলগ্ন এলাকায় পৌছালে সাইফুল ড্রাইভার এবং কবিরুলসহ কতিপয় ব্যক্তি আমার গতিরোধ করেন। এ সময় তারা আমার ব্যাগে থাকা সাড়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেন এবং আমার মটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করেন। চাবি না পেয়ে এক পর্যায়ে উক্ত মটরসাইকেলটি ভ্যানে তুলে নিয়ে চলে যান। এসময় আমি ডাক চিৎকার করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে বিভিন্ন ভাবে আমার টাকা এবং মটরসাইকেল উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। কোন উপায় না পেয়ে গত গত ২০ ডিসেম্বর আমি বিজ্ঞ আমলী আদালত-১ এ একটি মামলা দায়ের করি। উক্ত মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নানা ধরনের কাল্পনিক গল্প সাজিয়ে গত ২৫ ডিসেম্বর শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে হাজির একটি সংবাদ সম্মেলন করেন সাইফুল।

সেখানে সাইফুল আমাকে ভুয়া কবিরাজ বলে উল্লেখ করেন। অথচ আমি কবিরাজি ছেড়ে ইট ক্রয় বিক্রয়ের ব্যবসা পরিচালনা করে আসছি। আমার সাথে সাইফুলের কোন ব্যবসায়ীক সম্পর্ক নেই। তিনি আমার কাছে কোন টাকা পাবেন না। প্রকৃতপক্ষে আমাকে ইটের ব্যবসা করতে না দেওয়ার জন্যই তিনি এধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এছাড়া আমার ভাই শাহিনুজ্জামান তাকে কোন ধরনের হুমকি প্রদর্শন করেননি। বরং আমার মামলার স্বাক্ষীদের উল্টো সাইফুল এবং তার সহযোগিতারা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। প্রকাশ্যে রাস্তায় আমার মটরসাইকেল ছিনতাই করে নেওয়ার কারনে আমি আদালতে মামলা দায়ের করেছি। মামলায় ইতোমধ্যে পিবিআই তদন্তও সম্পন্ন করেছেন। তদন্তের সময় সাইফুল আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল তার বাড়িতে রয়েছে মর্মে লিখিতভাবে স্বীকারও করেছেন। উক্ত মামলায় সাইফুল ফেঁসে যেতে পারেন ভেবে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে এ জঘন্য মিথ্যাচার করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত সাইফুল ড্রাইভারের হাত থেকে তার টাকা ও মোটরসাইকেল উদ্ধার পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!