রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে-শেখ সেলিম এমপি (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-০২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পাইলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। একটি মানুষও যেন না খেয়ে থাকে, প্রতিটি মানুষ যেন ঘর পায়, মৌলিক অধিকারগুলো পায় সে বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ইউএনডিপি ও ইউকে এইড এর অর্থায়নে গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার চর মানিকদাহ’র সোনাকুড় এলাকায় দরিদ্র জনগোষ্ঠির জন্য জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়্যালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম এমপি আরো বলেন, সাধারণ মানুষ যাতে মৌলিক অধিকারের নিশ্চয়তা পায় সেই প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নিয়েছেন। যারা প্রান্তিক মানুষ তারা যেন ঘর পায় সেই আহবান জানান তিনি। 

গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জৈষ্ঠ্য পরামর্শক আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌলশী মো. এহসানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ঠিকাদার এ্যাড. শাহ মোহাম্মদ মুনীর (হিটলার), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সহ—সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার মো. আবু সিদ্দিক সিকদার, ইউএনডিপি ও ইউকে এইড -এর প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরগণ, ঠিকাদারগণ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলার প্রান্তিক জনগোষ্ঠির জন্য প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জায়গার ওপর ৩৩৬টি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী। তিনি আরো বলেন অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এই আবাসন প্রকল্প থেকে সুযোগ—সুবিধা পাবেন। 

পরে প্রধান অতিথি শেখ সেলিম এমপি’র পক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইটের গাঁথুনি দিয়ে এ প্রকল্পের শুভ সূচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!