বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের উন্নয়নে লাঙ্গল প্রতীকের বিকল্প নেই-জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন  কুলিয়ায় রাইট-টু-গ্রো প্রজেক্টের স্কুল বেইজ ক্যাম্পেইন দেবহাটায় সিভিএ বাস্তবায়নে প্রারম্ভিক সভা বাল্যবিবাহ মুক্ত দেবহাটা গড়তে গোলটেবিল সভা   টুঙ্গিপাড়ায় ইজিবাইক-চালক আরমান শেখের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ (ভিডিওসহ) কলারোয়ার ব্যবসায়ীর বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ, ভাংচুর।। থানায় ৩ জনের নামে অভিযোগ ৪০ বছর বয়সে এসএসসি পাশ করলেন তালার দুই ব্যবসায়ী আইডিবি’র যৌক্তিক দাবি বাস্তবায়নে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ধারাবাহিক ভাবে সড়কে দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় যানবাহনের উপর মোবাইল কোর্ট

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো সাতক্ষীরা সদর উপজেলা ইউপি নির্বাচন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৬২৫ বার পড়া হয়েছে

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় ধাপের সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ইউপি নির্বাচন। চলছে ভোট গণনার কাজ।

এদিকে, নির্বাচনী সহিংসতায় সদরের বৈকারী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকী ১২টি ইউনিয়নে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার বৈকারী ইউনিয়নের খলিলনগর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পোলিং এজেন্ট বের করে দেওয়ার চেষ্টাকালে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান অসলেসহ উভয় পক্ষের ৮ জন আহত হন। পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্রনে আনেন। আহতদের মধ্যে ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ইউনিয়নছর কাথন্ডা ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল জলিলের বাড়িতেও হামলা করা হয় বলে জানা গেছে। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর তৎপরতা ছিল লক্ষনীয়। বৈকারী ছাড়া বাকি ১২টি ইউনিয়নে আর কোন নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি। এরআগে সকালে কেন্দ্র কেন্দ্র ব্যালেট পেপার পৌছানোর পর শুরু হয় ভোট গ্রহন।

সাতক্ষীরা ঊজলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ১৩টি ইউনিয়নে ৬৪জন চেয়ারম্যান, ৪৯১ জন সাধারন সদস্য পদে ও ১৬০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বদ্বিতা করেছেন। ১২৬ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে একজন এস.আই এর নেতৃত্ব ৫জন পুলিশ ও ১৭জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি টহল দিয়েছেন। এবারের নির্বাচনে সদর উপজেলায় মোট ২ লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ এক লাখ ৩৪ হাজার ২২৪ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪২৯ জন।

বৈকারী ইউনিয়নের দায়িত্ব থাকা পুলিশর পরিদর্শক আবুল কালাম জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লাটিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃংখলা বাহিনীর রক্ষাকারিবাহিনীর নিয়ন্রণ রয়েছে বলছ জানান তিনি।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গনানর কাজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!