শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিসাধন সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হ্রদয়ের ভাড়াটিয়া-কবি তানভীর আহমেদ তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী টুঙ্গিপাড়ায় ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

আশাশুনিতে বর্তমান ও সাবেক চেয়াম্যানের দু’গ্রপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-২

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৯৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়াম্যানের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাজরা ইউনিয়নের গদাইপুরে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গদাইপুর গ্রামের নুর ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (৩৫) ও একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে মফিজুল ইসলাম (৩৮)।

আহত দুই পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও ওসির ড্রাইভার শরিফুল ইসলাম। এরমধ্যে গুরতর আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গদাইপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শরবৎ হত্যা মামলার কয়েকজন আসামী সম্প্রতি আমলী আদালত -৮ থেকে জামিন পান। এরপর তারা এলাকায় স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানে জামিন পাওয়া কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় রহুল কুদ্দুসের কয়েকজন সমর্থক তাদের ওই দোকান থেকে উঠে যেতে বলে। এতে মোজাহারের ছেলে বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহুল কুদ্দুস সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে ওয়ায়েছ কুরনী, তুহিন বাবু, রফিকুল ইসলাম, সোহাগ, সাবীর হোসনসহ দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দূর্বত্তরা হঠাৎ পুলিশের উপর বিনা উস্কানিতে ইট-পাটকেল নিকৃষ্ট করে। এসময় পুলিশের গাড়িতে হামলা চালায় তারা। এতে আহত হন পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি চালক শরিফুল ইসলাম। একই সাথে ভাংচুর করা হয় পুলিশের গাড়িটি। গুরুতর আহত পুলিশ সদস্য শরিফুলের করে উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম কিবরিয়া ও মফিজুলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ২২ জনের নামসহ অজ্ঞাত আরো ১০০/১৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে এখনও থমথম অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছ। এদিকে, সংঘর্ষ আহতরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন বেসরকারী হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, খাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহনওয়াজ ডালিম ও তার ফুপাতো ভাই সাবেক ভাই সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস সমর্থক গ্রুপের মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষ, হত্যা, হামলা-মামলায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শাহানেওয়াজ ডালিম আওয়ামী লীগ নেতা শরবৎ হত্যা মামলায় পলাতক থাকলেও তিনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সব ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!