সাতক্ষীরার কালিগঞ্জে কোভিট-১৯ প্রতিরোধে করণীয় শীর্ষক তিনদিন ব্যাপী রিফ্রেস ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল ৫ টায় আই ও এম প্রদত্ত করোনা মোকাবেলার সরঞ্জামাদী প্রদানের মাধ্যমে ট্রেনিংয়ের সমাপ্তি হয়।
১১ আগষ্ট সকাল সাড়ে ৮ টা থেকে ১৩ আগষ্ট বিকাল ৫টা পর্যন্ত এই তিনদিন ব্যাপী ট্রেনিংয়ের সমন্বয়কারী ছিলেন আইওএম (রিম্যাপ) এর কো-অর্ডিনেটর ইশারাত আলী। জুম মিটিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেণ আইওএম এর ম্যানেজমেন্ট কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ হোসেন, করোনা প্রতিরোধে প্রশিক্ষণ প্রদান করেণ আই ও এম এর পয়েন্টস অফ এন্ট্রি অফিসার ফাহিম উদ্দীন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আইওএম( রিম্যাপ) এর এনুমেরেটর( টিম লিডার) এম হাফিজুর রহমান শিমুল। উপস্থিত ছিলেন টিম লিডার গোপাল কুমার মন্ডল, ওসমান ফারুক ও মরিয়াম ময়নাসহ ৩৪ জন এনুমেরেটরবৃন্দ।