গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুস্পার্ঘ্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় সাস্থ্য বিধি মেনে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ সাইফুদ্দিন আহমেদ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ লিয়াকত হোসেন তপন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক, ডাঃ জুলফিকার রহমান, মাদারীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য ডাক্তার ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর গনমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল কার্যক্রমের সাথে আমরা রয়েছি। করোনার ভ্যাকসিন বাজারজাত হলে অন্যান্য দেশের সাথে আমরাও তা পেয়ে যাবো। প্রথম সারির করোনা যোদ্ধাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ ভ্যাকসিন প্রদান করা হবে।
পরে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। এরপরে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।