সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড।
শনিবার সকাল ১০টায় জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার ভাচুর্য়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া ইনচার্জ মো: জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: হুমায়ন কবীর চৌধুরী, সাবেক অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: রুকনুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।