শনিবার, ১৮ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়ে উত্তেজনা, প্রধান শিক্ষক হাসপাতালে আনারস প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সুশান্ত কুমার মন্ডল কালিগঞ্জে বন্ধু ফোরাম এর সন্তানদের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অর্জন করায় সম্মাননা প্রদান সাতক্ষীরা পুলিশ লাইন্স মেসে প্রীতিভোজ অনুষ্ঠিত তালায় ঘোড়া প্রতিকের পথ সভায় জনসমুদ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিশাল শোভাযাত্রা শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু আমে ভরা সাতক্ষীরার বাজার সাতক্ষীরায় সড়ক দুর্ঘ*টনায় ভ্যানচালক নি*হত

শ্রম প্রতিমন্ত্রীর খুলনার রূপসা থানার শিয়ালী গ্রামের ঘটনাস্থল পরিদর্শণ

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২১২ বার পড়া হয়েছে

ইমামের দাঁড়ি ছিঁড়ে নেওয়া ও মসজিদ ভাঙচুরের অপপ্রচার করে গত ৭ আগষ্ট বিকেলে খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া মহাশ্মশানমন্দির, শিয়ালী গ্রামের ১১টি মন্দির, মন্দিরের প্রতিমা, দু’টি বাড়ি, সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ক্লাব ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রি মন্নুজান সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবশেষে তিনি শিয়ালী মাঝেরপাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এক সভায় বক্তব্য দেন।

প্রতিমন্ত্রি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে সকল সম্প্রদায়ের ত্যাগ এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার খুনীদের বিচার করে রায় কার্যকর করে যাচ্ছে। বিদেশে অবস্থানকারি সাজাপ্রাপ্ত আসামীদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা চালানো হচ্ছে। অথচ সেই পরাজিত শক্তি আজো হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। তারা হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। এটা মেনে নেওয়া হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করা হবে।

প্রতিমন্ত্রির সঙ্গে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা পলাশ, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন, ঘটনার পরবর্তী র‌্যাব ও পুলিশ ১৭জনকে গ্রেফতার করলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের কিছু কর্মী সমর্থক ওই এলাকার হিন্দুদের হুমকি দেওয়ায় অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

প্রসঙ্গত, গ্রামে করোনা ও অপমৃত্যু প্রতিরোধে শিলা ব্যাপারীর স্বপ্নাদেশ অনুযায়ি ৫ আগষ্ট সন্ধ্যার পর মলি­কপাড়ার ২৫/৩০ জন নারী ও পুরুষ হরিনাম করতে করতে মধ্যপাড়া হরিমন্দির থেকে বের হয়ে শিয়ালী বাজারের পাশে গোয়াড়া- শিয়ালী মহাশ্মশানের দিকে রওনা হন। শিয়ালী বাজারের নিকটে এসে দাইপাড়ার সামনে রাস্তায় পৌঁছালে দাইপাড়ার মাসুম , দুরুল ইসলাম, লিটনসহ কয়েকজন তাদেরকে হরিনাম গাইতে মানা করে। মসজিদের সামনের রাস্তা দিয়ে কীর্তন করা যাবে না বলে হুশিয়ারি দেওয়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রণজিৎ মজুমদারের বাড়িতে মহাপ্রভুর মালসা ভোগের অনুষ্ঠানে যান তারা। সেখান থেকে বাড়ি ফিরে বিষয়টি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু, ইউপি সদস্য মনি মালাকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। পরদিন রাত সাড়ে ৮টার দিকে শক্তিপদ বসুর নেতৃত্বে ৩০/৪০ জন হরিনাম সংকীর্তণ করতে দাইপাড়ার সামনের রাস্তায় গেলেন আবারো দাই পাড়ার কয়েকজন মুসলিম তাদেরকে কীর্তণ বন্ধ করতে বলে। এ সময় উভয়ের মধ্যে হাতহাতি হয়।

বিষয়টি নিয়ে ৮ আগষ্ট রবিবার উভয়পক্ষকে নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলোচনায় বসার দিন ধার্য করেন। এরপর ৭ আগষ্ট শনিবার বিকেল তিনটার দিকে চাঁদপুর গ্রামের ও পার্শ্ববর্তী এলাকার বিএনপি জামায়াত ও ছাত্র শিবিরের দেড় হাজারের বেশি কর্মী সমর্থক শিয়ালী বাজারে আসে। প্রথমে গোয়াড়া শ্মশানমন্দির ও পরে শিয়ালী গ্রামের মধ্যপাড়ার মধু মলি­কের হরিমন্দির, প্রভাষ মলি­কের মুদি দোকান, গণেশ মলি­কের ঔষধের দোকান, অনির্বাণ হীরার চায়ের দোকান, প্রীতম মজুমদারের ম্যাশিনারিজের দোকান, পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তারুণ্য দীপ্ত একতা সংঘ, সার্বজনীন কালীমন্দির, দুর্গা মন্দির, হরিমন্দির (২) ও রাধা গোবিন্দ মন্দির, নিপুন ধর ওরফে শিব এর বাবার সমাধি, পারিবারিক রাধা গোবিন্দ মন্দির, টিউব ওয়েল, শৌচাগার, বসত বাড়ি, মোটর সাইকেল, শীতল বাড়–ই এর বাড়ি ১১টি মন্দির ও মন্দিরের ৫০টি প্রতিমা ভাঙচুর করে। ভাঙচুর শেষে লুটপাট করা হয়।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় শক্তিপদ বসু বাদি হয়ে চাঁদপুর গ্রামের ২৫ জনের নাম উল্লে­খসহ অজ্ঞাতনামা ২০০জনের বিরুদ্ধে গত ৮ আগষ্ট থানায় মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জনের প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করে দু’ দিন করে মঞ্জুর হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। সর্বশেষে আটককৃত তিনজনকে সাত দিনের রিমান্ড আবেদন জানালে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সর্বশেষ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ টহল অব্যহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!