২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে শনিবার বিকাল ৬ টায় সাতক্ষীরার কালিগঞ্জ নলতা পাক রওজা শরীফ মোড়ে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল এর মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সজল মুখার্জি, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ মোড়ল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল আলম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ হোসেন, নলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম হোসেন, শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান নয়ন, বর্তমান সভাপতি ইউসুফ, সাধারণ সম্পাদক ফয়সাল, যুবনেতা সাকিন আল মামুন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র সভা সঞ্চালনা করেন নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।