হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গাছের চারা রোপন।
এ লক্ষ্যে গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন শরীফ খতম শেষে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে ১০০ জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এরপর গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে বকুল গাছ সহ বেশ কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসমত, জাতীয় মহিলা সংস্থার গোপালগঞ্জ জেলা শাখার পরিচালনা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা শারমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আব্দুল হাকিম শেখ, মাঠ সমন্বয়কারী মোঃ বিল্লাল মিয়া সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।