হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তালা ও পাটকেলঘাটা থানা পুলিশ।
রবিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার তালা, সার্কেল, সাতক্ষীরা সহ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা এবং জনাব মেহেদী রাসেল, অফিসার ইনচার্জ, তালা থানা, সাতক্ষীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ বাবলুর রহমান খান, পুলিশ পরিদর্শক (তদন্ত), পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা সহ পাটকেলঘাটা ও তালা থানার সকল অফিসার ও ফোর্স। পুষ্পস্তবক অর্পন শেষে সহকারী পুলিশ সুপার তালা, সার্কেল, সাতক্ষীরা মহোদয় সহ অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা এবং অফিসার ইনচার্জ, তালা থানা, সাতক্ষীরা মহোদয়গন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভায় উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত হন এবং আলোচনা সভায় যোগদান করে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন।