এই বাংলায় আকাশ, বাতাস, সাগর গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি” পিতা তোমাকে হারানোর বেদনার রেস বহমান অনন্তকাল। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।সুশীলনের সঞ্চয় ও ঋণদান কার্যক্রমের সদস্যদের অংশগ্রহণে সকাল ৮টায় কালিগঞ্জ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের উপ-পরিচালক সু সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশীলনের আইন সরকারী সৈয়দ মাহমুদুর রহমান, এরিয়া ম্যানেজার (২) শেখ আবু জাফর সিদ্দিকী, সেন্টার ম্যানেজার অমল সরকার, অভ্যন্তরীণ অডিট কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা কৃষ্ণা রানী কর্মকার, ফিডিং রুহুল কুদ্দুস পাড় ও রফিকুল ইসলাম, সেন্টার ম্যানেজার মহসিন আলম, মাঠকর্মী অপর্ণা মল্লিক, অঞ্চিতা সরকার প্রমুখ ।আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্টে নিহত পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও থানা মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। পরে সকলের মাঝে খাবার বিতরণএবং বৃক্ষ রোপন করা হয়। দিনব্যাপী সুশীলনের সকল সেন্টার , ইনচার্জ কর্মী বৃন্দ সহ সুনিপুণ গার্মেন্টস এর নারীরা সহ ১শ২৫ জন উপস্থিত ছিলেন।