সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডঃ আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে হত্যার পরিকল্পনাকারী, হুমকিদাতা অর্থদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার ফুলতলা মোড়ে আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিঃ মেহেদী হাসান সুমন, আ’লীগের যুগ্ম-সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম প্রমুখ। কালিগঞ্জ ফুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মানববন্ধনে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ,তরুণলীগ জাতীয় শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের ১২ টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।