গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিদস্যু ও মামলাবাজ নীলকমল বালার হয়রানির শিকার থেকে রেহাই পেতে এবং ক্রয়কৃত জায়গা রক্ষার্থে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জন শ্রীকান্ত বাড়ৈ।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রীকান্ত বাড়ৈ বলেন, মুকসুদপুর উপজেলার বানিয়ারচর মিশন সংলগ্ন ক্রয়কৃত ১৩ শতাংশ জমিতে ১০টি দোকান ঘর নির্মাণ করে আমি ভোগ দখল করে আসছিলাম। কিন্তু একই উপজেলার কলিগ্রামের কালিপদ বালার ছেলে ভূমিদস্যু নীলকমল বালা ওই জায়গা তার নিজের বলে দাবী করে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। উক্ত জায়গা দখল করতে গাছকাটার মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে সে জেলও খাটিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পরে অভিযোগটি মিথ্যা হওয়ায় বিজ্ঞ আদালত ওই মামলাটি খারিজ করে আমাকে বেকসুর খালাস দেন। এরপর থেকে নিলকমল বালা নানাভাবে আমাকে হুমকি-ধমকি দিয়ে চলেছে। আমি আমার জমি রক্ষার্থে ভূমিদস্যু নীলকমল বালা ও তার সহযোগীদের শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।