অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে দুই নারী ও দুই মানবপাচারকারীসহ চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোর রাতে সীমান্তের তলুইগাছা ও কুশখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এনিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৯ মানবপাচারকারীসহ ১২৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃত দুই নারী ও দুই মানবপাচারকারীরা হলেন, যশোর জেলার মনিরামপুর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী মোড়লের মেয়ে রোজিনা খাতুন, সাতক্ষীরা সদর থানার নতুনগাও উমরপুর গ্রামের মইরুদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুন, একই থানার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মানবপাচারকারী শহিদ হোসেন ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে মানবপাচারকারী জাহিদ হোসেন।
বিজিবি ৩৩ ব্যাটলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্ত দিয়ে দুই নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই মানবপাচারকারীর বাড়ি থেকে উক্ত দুই নারীকে উদ্ধার করা হয় এবং দুই পাচারকারী শহিদ ও জাহিদকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত দুই নারীর বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে এবং দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।