সম্প্রতি খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে শ্রীশ্রী হরিচাদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির ও প্রতিমা ভাংচুর এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জ শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ।
এ লক্ষ্যে শুক্রবার (১৩ আগস্ট) সকালে শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের আয়োজনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সভাপতি দেবব্রত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সরোজ কান্তি বিশ্বাস, এড. শিশির কুমার বালা, বাবু নরেশ কুমার দাস, দোরত বিশ্বাস, সুবল চন্দ্র রায়, সুভাষ কুমার বালা, মিহির বালা, উজ্জল বিশ্বাস, দুলাল বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, খুলনা জেলার রূপসার শিয়ালী গ্রামে প্রতিমা ও বাড়িঘর ভাঙচুর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।