রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

গোপালগঞ্জের অসুস্থ কৃষকলীগের সাবেক নেতা বিল্লাল কাজী’র খবর এখন কেউ রাখে না (ভিডিও সহ)

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাল্যকাল থেকেই বঙ্গবন্ধু ও তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে বেড়ে ওঠা বেল্লাল কাজী। পড়ালেখায় খুব একটা পারদর্শী না হলেও কাঠ মিস্ত্রী হিসেবে কাঠের নানান আসবাবপত্র নিপুণ হাতে তৈরি করে সেই সময়ে বেশ খ্যাতি অর্জন করেন বিল্লাল কাজী। ১৯৮১ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে গোপালগঞ্জ পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

২০০৭ সালে নিজ উদ্যোগে তার ব্যক্তিগত অর্থায়নে নগদ ৭ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে বেশ কিছু আসবাবপত্র নিপুণ হাতে তৈরি করে উপহার দেন তিনি। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি মহোদয়কেও তার ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা ব্যয়ে নিপুণ হাতে দৃষ্টিনন্দন একটি রাজকীয় চেয়ার তৈরি করে উপহার দেন তিনি।

পরবর্তীতে, রাজনৈতিক ভাবে তিনি যথার্থ মূল্যায়িত না হয়ে মনের ক্ষোভে সকলের অজান্তেই ব্রুনাই গিয়ে প্রবাস জীবন বেছে নেন। দীর্ঘ কয়েক বছর পর অতীতের সব গ্লানি ভুলে গিয়ে দেশের জন্য, দলের জন্য নতুন কিছু করে দেখার ব্রত নিয়ে দেশে ফিরে আসেন। এরপর জাতির পিতার সুযোগ্য কন্যা, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য অত্যন্ত নিখুঁত ও শৈল্পিক কারূকাজের সমন্বয়ে একটি দৃষ্টিনন্দন রাজকীয় চেয়ার ইতোপূর্বেই তৈরি করেছেন। বর্তমানে রাজকীয় সেই চেয়ারটি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার অপেক্ষায় ঢাকায় রয়েছে।

এরমধ্যে হঠাৎ বিল্লাল কাজী’র পায়ে ক্ষতিকর বিষাক্ত পয়োজনে সে আক্রান্ত হয়ে তার এক পা কেটে ফেলা হয়েছে। পরে অবশ্য তার এই অবস্থা দেখে অনেক নেতা তাকে একটি আর্টিফিসিয়াল পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবে কার্যকর না করায় তিনি মানসিকভাবে আরো ভেঙে পড়েন।

বর্তমানে তিনি মূত্রথলিতে পাথর নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর প্রাচীর ঘেঁষে একটি ঝুপরী ঘরে বিনা চিকিৎসায় মানবেতর জীবন-যাপন করে চলেছেন। এর মাঝে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা একটি হুইল চেয়ার তাকে উপহার দেন এবং মাথা গোঁজার একটি ঠাঁই ও দেওয়ার আশ্বাস দেন।

এখন অসুস্থ বিল্লাল কাজী আর আগের মতো আয়-রোজগার করতে না পারায় পরিবার-পরিজনও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

রোববার সকালে এক গণমাধ্যমকর্মী ও তার সহধর্মিণী বিসিক শিল্পনগরীর ওই ঝুপড়ি ঘরের পাশ দিয়ে বাসায় ফেরার পথে তাকে দেখতে পান এবং সকালের নাস্তা ও সুপেয় খাবার পানির বোতল হাতে তুলে দেন। পরে অসুস্থ বিল্লাল কাজী’র মুখে তার বর্তমান দুরাবস্থার কথা শুনে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি, দলীয় নেতা-কর্মী সহ সমাজের বৃত্তবানদেরকে প্রতিভাবান অসুস্থ বিল্লাল কাজী’র সুচিকিৎসা ও পুনর্বাসনে দ্রুত এগিয়ে আসার আহবান জানান গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!