সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও শিক্ষক – কর্মচারীদের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বুধবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন এমপিও শিক্ষক-
কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা তুলে দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় শিক্ষক – কর্মচারীদের অনুদানের টাকা বিতরণ করা হয়।
কালিগঞ্জ উপজেলার মধ্যে ৯ টি স্কুল ও ৬ টি কলেজ এর ১শ ৬৬ জন শিক্ষক-কর্মচারীকে টাকা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষক কে ৫ হাজার টাকা ও কর্মচারীদের ২৫শ টাকা করে দেওয়া হয়। পবিত্র ঈদ উল আযহার আগে কালিগঞ্জ উপজেলায় নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রধানমন্ত্রী কর্তৃক টাকা পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। এসময় অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।