সাতক্ষীরার তালায় মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হয়েছে নজরুল গাজী (৫৫) নামে এক ব্যক্তি। সোমবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার খড়েরডাঙ্গা গ্রামে সোহরাব মোড়লের ছেলে হাফিজুল মোড়লছর বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নজরুল গাজী জালালপুর গ্রামের শরিফ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল গাজী গত বৃহস্পতিবার তার মেয়ের বাড়ী ঘড়েরডাঙ্গা গ্রামে বেড়াতে আসে। সোমবার বিকালে টিউবওয়েলে পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয় এবং এরপর তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানা’র অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল বলেন, মৃতদেহ আঘাতের চিহ্ন থাকা এবং হত্যার অভিযোগ তালায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে মৃতদেহের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।