গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫নং কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া’র নেতৃত্বে মহামারী কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি আর (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
এ লক্ষ্যে সোমবার সকালে উপজেলার কাশালিয়া ইউনিয়নের নতুন বাজার অস্থায়ী কার্যালয়ে ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক বাবুল আক্তার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ বিশ্বাস, সাবেক সহ-সভাপতি গঞ্জর আলী খান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুজ্জামান খান দুঃখু, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী শেখ, কালারিয়া ইউপি সচিব মোহাম্মদ আবু সালেহ মোল্যা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।