দখলদার ইসরায়েল বাহিনী কতর্ৃক ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনির দাবীতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। আজ সোমবার (৬ মে’২৪) সকালে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কলেজে উক্ত অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার তৌকির রহমানসহ আরো অনেকে।
বক্তারা এসময় বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাস্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারন জনগণ আন্দোলন করে যাচ্ছে। তাদের সাথে তারাও একাত্নতা ঘোষনা করে ফিলিস্তিনিকে ইজরাইল বাহিনীর হাত থেকে মুক্ত করতে তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষনা দেন। তারা এসময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন। একইসাথে সমর্থন সূচক প্লাকার্ড তুলে ধরেন।