মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরার কালিগঞ্জ মথুরেশপুরে করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে গনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের সদস্য এস,এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, চাম্পাফুল ইউনিয়ন টিম লিডার আমিনুর রহমান, তারালী ইউনিয়ন টিম লিডার আবু রায়হান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন টিম লিডার দেবাশীস বিশ্বাস, মথুরেশপুর ইউনিয়ন সহঃ টিম লিডার ফরিদুল কবির প্রমুখ।
এসময় বাজারে মাস্কবিহীন ব্যবসায়ি ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এক্সপার্ট টিমের সদস্যরা।