জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে গোপালগঞ্জ জেলা আ.লীগের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নানান প্রজাতির এক হাজার গাছের চারা, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রাদুর্ভাব রোধে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা সদরের কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়ায় সাধারন মানুষের মাঝে এগুলো বিতরন করা হয়।
গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ’ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে দেশের কোথাও এক ইঞ্চি জায়গাও ফাঁকা না রেখে সেখানে গাছ লাগানোর উদাত্ত আহবান জানান।