শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় অগ্নিবীনার উদ্যোগে নজরুল সম্মিলন অনুষ্ঠিত দেবহাটায় চুরি সন্ধেহে যুবককে অমানবিক নি র্যা ত ন! দেবহাটায় ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ! সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে দগ্ধ ও পোড়া রুগীরা গোপালগঞ্জের উন্নয়ন করাই হবে আমাদের সকলের উদ্দ্যেশ্য-কামরুজ্জামান ভূইয়া (লুটুল) তালায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিসাধন সাতক্ষীরা সদরের আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হ্রদয়ের ভাড়াটিয়া-কবি তানভীর আহমেদ তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন আশাশুনি কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন

কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি জবরদখল পূর্বক ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৬৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রভাবশালী কর্তৃক জাল দলিল সৃষ্টি করে পৈত্রিক দখলীয় সম্পত্তি জবরদখল পূর্বক সেখানে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

সেমাবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত নেতাই চন্দ্র কুন্ডের ছেলে রঞ্জিত কুমারকুন্ড।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়ার গোপিনাথপুর মৌজার বি,এস  ৪৩৭ হতে ৬৫৪ সহ ৯টি খতিয়ানের মোট ৩৭ টি দাগে ১০.০০ একর সম্পত্তির মধ্যে এক একর জমির পৈত্রিক সূত্রে মালিক আমার জেঠা মশায় গৌরপদ কুন্ডর দুই ছেলে জয়দেব কুন্ড ও  সুজয় কুন্ড। বর্তমান প্রিন্ট পর্চায় তাদের নামে রেকড হয়েছে। কিন্তু জয়দেবের ছেলে সুব্রত কুন্ড জাল কাগজ তৈরী করে ও দু’টি দেওয়ানি মামলার কথা গোপন রেখে ২০১১ সালে তাদের এক একরসহ ৩ একর ৫৬ শতক জমি জয়দেবের নামে নাম পত্তন করে। এই জমি নিয়ে জয়দেব ২০১২ সালে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং ২৪/১২ পার্টিশনার মামলা করলে বিচারক ১৩/১/১৯ তারিখে রায়ে খারিজ করে দেয় এবং আদালতে জাল কাগজপত্র দাখিল করায় জয়দেব ও সুব্রত কুন্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দেন। পক্ষান্তরে একই আদালতে আমরা দেওয়ানী ৩৯/১৫ মামলা করলে আদালত ১৪/১০/১৫ তারিখে তপশীল সম্পত্তিতে নতুন কোন স্থাপনা নির্মাণ না করার জন্য নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে। রঞ্জিত কুমার কুন্ড অভিযোগ করে বলেন, জালিয়াতির মাধ্যমে জয়দেব কুন্ডকে নামপত্তন করতে সহযোগিতা করায় নামমাত্র বা বিনা টাকায় ২১ শতক জমি লিখে নেয় উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আমাজাদ হোসেন শাহিন ১০ শতক, আ’লীগ কর্মী মুরারীকাটির তৌহিদ শেখ ১৪, উজ্জল গাজী ৮ শতক, ঝিকরা গ্রামের শুকুর আলী ৪ শতক, আনারুল ৪ শতক, মুজিবর ৪ শতক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ১৪ শতক, গোপিনাথপুর গ্রামের রবিউল ৬ শতক, জাফর পাটনি ১৪ শতক, দাউদ সরদার ৪ শতক, খোদাবক্স ৭ শতক ওতুলশিডাঙ্গও কুরবান আলী ৩২ শতক জমি কিনেছের বলে আমরা জানতে পেরেছি।

সব মিলে আমার ভাইদের প্রায় ৪ কোটি টাকা মূল্যেও ৪ বিঘা জমি জবর দখল করেছে ঐ চক্রটি। বর্তমানে কাজী শাহাজাদা, অমজাদ হোসেন, তৌহিদ, জাফরসহ কয়েকজন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জমিতে পাকা স্থানা নির্মাণ শুরু করলে আমি বাধা দেই। এসময় জয়দেব কুন্ড তার গোয়াল ঘওে পরিকল্পিতভাবে অগুন দিয়ে আমাকেসহ ৬জনের নামে মিথ্যে ঘর জ¦ালানো মামলা করে। পরবর্তীতে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

তিনি আরো বলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ওই দাগে তিন শতক জমি কিনলেও ১৪ শতক জমি ধকল নিয়ে পানের বরজ করেছেন। যুবলীগ নেতা কাজী শাহাজাদা আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিলাস বহল ভবন নির্মান কাজ অব্যহত রেখেছেন। গত ১১ এপ্রিল মজিবর ওই জমিতে ভবন নির্মাণ শুরু করলে আমি থানায় অভিযোগ দিলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। কিন্তু লাল্টুর সহযোগিতায় ১২ এপ্রিল মজিবর সহ অন্যরা ঘর বানানোর চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় সাংসদ অ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহকে জানলে তিনি পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। সে অনুযায়ী আমি থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও আমিনুল ইসলাম লাল্টুর কথামত  কোন পদক্ষেপ না নেয়ায় মুজিবর রহমান তপশীল জমির ৪ শতকের উপর টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে। আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্রেও আঘাতে গুরুতর জখম করে। এঘটনায় আমার ভাই কলারোয়া থানায় অভিযোগ দিলেও পুলিশ অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি এবিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!