বিশিষ্ট সাংবাদিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাসিন হোসেন বাবলু রবিবার রাত ২ টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা নিজ শহরের রসুলপুর আট পুকুর ঈদগাহের পাশে অবস্থিত বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে রাজেউন)।
সাংবাদিক মহাসিন হোসেন বাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সদালপী অমাইক ব্যবহার ও সাতক্ষীরা সাংবাদিকতার অন্যন্য ব্যক্তিত্ব সাংবাদিক মহাসিন হোসেন বাবলুর মৃত্যুতে সাংবাদিকরা শোকাহত।
সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবু হাবিব, নারায়ন চক্রবর্তী রাজিব, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু ও এস,এম গোলাম ফারুক।