সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বল্লেন-জিডি’র সুত্রধরে তদন্ত চলছে।
থানা এবং ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের মাধ্যমে জানাগেছে, বেশ কিছুদিন যাবৎ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও নীলকন্ঠপুর গ্রামের মৃত শেখ নবীর উদ্দীনের পুত্র শেখ রিয়াজ উদ্দীন কতিপয় দুস্কৃতকারীর কারণেই নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে নুরুল মোড়লসহ তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন তারা প্রায়শ হুমকী ধমকী দিচ্ছে। যে কোনো সময়ে ক্ষতিসাধন করতে পারে এমন আশংখা করছেন তিনি।
এব্যাপরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্হ মোঃ দেলোয়ার হুসেন এর সাথে কথা হলে তিনি বলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান একটা জিডি করেছেন। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।