সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক হোসেন’র অকাল মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা স্বাধীন ফিলিস্তিনের দাবীতে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সামেকে সমাবেশ প্রতিপক্ষ প্রার্থী কর্তৃক হুমকি ধামকির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ উজ জামান সাঈদের সংবাদ সম্মেলন পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের কার্যক্রম বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা সাতক্ষীরায় চাকরিচ্যুত পু‌লিশ সদস‌্য খুন অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নিন্দা জ্ঞাপন দেবহাটায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

বৃষ্টি না হওয়া ও অধিক তাপমাত্রায় কারনে বাজারে আমর দাম পাচ্ছেন না সাতক্ষীরার চাষীরা

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

যথাসময়ে বৃষ্টি না হওয়া, অধিক তাপমাত্রায় আম আকার ছাট ও দাগযুক্ত হওয়া, ঘুর্ণিঝড় মোখা ও চলমান ঝড়বৃষ্টির কারণে পেড়ে ফেলতে বাধ্য হওয়ায় সাতক্ষীরার কৃষকরা আমের দাম ভাল পাচ্ছেন না। এ ছাড়া অনলাইনে ও সরাসরি বাগান থেকে আম বিক্রি হওয়ায় ব্যবসায়িরা সাতক্ষীরায় কম আসায় চাষী ও ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাতক্ষীরার আম চাষী বাবুলিয়ার কাওছার আলী জানান, বেলে দোঁয়াশ মাটি ও জলবায়ুর কারণে সাতক্ষীরার আম খুব সুস্বাদু। এখানকার আম বিষ মুক্ত। গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, হিমসাগরসহ বিভিন্ন জাতের আম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, আবাদের হাট, ব্যাংদহা বাজার, পারুলিয়া বাজার, বুধহাটা বাজার, কুশুলিয়া হাট, নকীপুর বাজার, পাটকেলঘাটা বাজারে কলারোয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে প্রতিদিন সকাল থেকে ২০ থেকে ২২ হাজার মন কর বিক্রি হচ্ছে। শুধুমাত্র সুলতানপুর বড়বাজারেই রয়েছে ৫০ থেকে ৬০টি আমের আড়ৎ। কয়েক দিনের মধ্যে বাজারে মিলবে ন্যাংড়া ও আম্রপালি আম।

কাশেমপুরের শহীদুল ইসলাম জানান, যথাসময়ে বৃষ্টি না হওয়ায় এবার আমর আকার ছোট হয়েছে। আমে দেখা যাচ্ছে কালো কালো দাগ। এরইমধ্যে ঘুর্ণিঝড় মোখার কারণে অনেকেই তড়িঘড়ি করে আম পাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া প্রতিদিন ঝড় বৃষ্টি হওয়ায় অনেকেই আম পেড়ে নিচ্ছেন। গাছ থেকে পেকে যাচ্ছে আম। একসাথে আম পেড়ে ফেলায় চাষী ও ব্যবসায়ীরা গত বারের তুলনায় এবার আমের দাম কম পাচ্ছেন। অনলাইনে আম বিক্রির ফলে ব্যবসায়ি দেশের বিভিন্ন স্থান থেকে বাগান মালিকদের কাছ থেকে আম কিনছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় একই সময় আম পেকে যাওয়ায়ও সরকারিভাবেও আম এখনো বিদেশ না যাওয়ায় ব্যবসায়িরা খুব কম আসছেন সাতক্ষীরায়। এসব কারণে আম চাষী ও ব্যবসায়িরা এবার ন্যয্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

সুলতানপুর বড়বাজারর আড়ৎদার ইদ্রিস আলী জানান, ১০ বছর ধরে আমর আড়ৎদারি করছেন। প্রচণ্ড গরমে ও যথাসময় বৃষ্টি না হওয়ার কারণে আম ছোট হয়েছে। গায়ে কালো কালো দাগ। বাজারে গত বারের তুলনায় দাম অর্ধেক। আম চাষী ও ব্যবসায়িদের মাথায় হাত।

আমর আড়ৎদার মোকছেদ আলী জানান, এবার বাজার প্রচুর আম। ১৫০০ থেকে ২০০০ টাকা মণ বিক্রি হচ্ছে। গতবার এ সময় হিমসাগর আম বিক্রি হয়েছ ২৬০০ থক ২৮০০ টাকায়। তবে এখনো ন্যাংড়া আম পাড়া শুরু হয়নি। তবে সরকারিভাবে আম বিদেশ গেলে বাইরের ব্যবসায়িরা বেশি করে সাতক্ষীরায় এলে ভাল আম পাওয়া যেতো।

আম ব্যবসায়ি শেখ আহছান আলী বলেন, ঝড়ের কারণে আম দ্রুত ভেঙ্গে বাজারজাত করা হয়েছে। তবে আম ক্রেতা সাইফুল ইসলাম বলেন, অনলাইনের কারণে ব্যবসায়িরা সরাসরি বাগান থেকে আম কিনছে। বাজারে আসছে না। চাষীরাা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আম চাষী ছাতিয়ানতলার আনন্দ দাস বলেন, তার বাগানের আম কেমিকেল মুক্ত, বিষমুক্ত আম। সুস্বাদু। বিদেশে যায়।

আম ক্রেতা রইচপুরর জনাব আলী বলেন, ১৪০০ থেকে ১৮০০ টাকা মণ আম পাচ্ছি। আত্মীয় স্বজনদের পাঠাচ্ছি। গত বারের চেয়ে দাম কম। বাগান থেকেও প্রসেস করা আম এক থেকে দেড়’শ টাকা বেশি দিয়ে ভোক্তারা কিনছে।

সুলতানপুর পাকা ও কাঁচামাল ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, এবার আম চাষীরা খুব ক্ষতিগ্রস্ত। আম বিক্রি নেই। সরকারিভাবে আম সংরক্ষন করার ব্যবস্থা করা গেলে কৃষক ও ব্যবসায়িরা আমের ভাল দাম পেতে পারেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, এবার জেলায় চার হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টণ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে দেড়গুণ আম উৎপাদন হয়েছে। কৃষক ও ব্যবসায়িরা যাতে ক্ষতির সম্মুখীন না হয়ে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। তবে ভাল মানের আমের ভাল দাম আছে বলে তিনি দাবি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!