রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনারস প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় ও গণসংযোগ  দেবহাটায় কন্যা শিশু ধর্ষণের চেষ্টায় মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সুস্থতা কামনা বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ-এর শ্রদ্ধা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এপ্রিল-২০২৪ অনুষ্ঠিত কালীগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক সম্প্রীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সাকিব সভাপতি, রাহাত সম্পাদক  স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার ১২ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

চম্পাফুল ইউনিয়নে নির্বাচনী প্রচারণা নিয়ে বিরোধ তুঙ্গে, কালিগঞ্জ থানায় পাল্টা পাল্টি অভিযোগ

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বিরোধকে কেন্দ্র করে দু’ ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার কালীগঞ্জ থানায় এসব অভিযোগ দায়ের করা হয়।

কালীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইদুর রহমান জানান, চম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফের সমর্থক হিসেবে তিনিসহ উজিরপুর, নবীননগর, কুমারখালিসহ কয়েকটি গ্রামের ২০/২৫ জন কয়েকটি মোটর সাইকেল নিয়ে বরিবার বিকেল ৫টার দিকে নবীনগরে প্রচারে বের হন। গফুর মোড়লের ছেলে সিরাজুলের বাড়ির সামনে পৌঁছালে আব্দুল লতিফের পক্ষে স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সিরাজুলের নেতৃত্বে ইউনুস আলী, শফিকুল কারিকর, রফিকুল কারিকর, হাকিম কারিকরসহ ৩০/৩৫জন তাদের মোটর সাইকেলের র‌্যালীর সামনে এসে দাঁড়ায়। এখানে মোজাম্মেল চেয়ারম্যানের নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের পক্ষে ভোট চাওয়া চলবে না এমন হুমকি দেওয়া হয়। তারা চলে আসার সময় পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের উপর তাদেরকে সিরাজুলের নেতৃত্বে দ্বিতীয় দফায় মোটর সাইকেলের র‌্যালিতে বাঁধা দেওয়া হয়।

মোজম্মেল হক গাইন এক সময়কার ইউনিয়ন বিএনপি’র সভাপতি হয়ে গতবার নৌকার প্রতীকে জয় লাভ করেও ১০ টাকা কেজি দরে সরকারি চাল চুরি করে জেল খেটেছে, ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর হত্যা মামলায় জেল খেটেছে, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতকারি এমন কথা বলা হলো কেন গালিগালাজ করতে করতে শাহীনুর রহমান বাবু তাদের কয়েকটি মোটর সাইকেলের চাবি কেড়ে নিয়ে আব্দুল লতিফকে কেটে সাত টুকরা করে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ এসে উভয়পক্ষকে সরিয়ে দেয়। এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে মঙ্গলবার সিরাজুলসহ ২৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নবীননগর গ্রামের আব্দুল গফুর মোড়লের ছেলে সিরাজুল হক নিজেকে চম্পাফুল ইউপির মোজাম্মেল হক গাইনের নৌকা প্রতীকের সমর্থক দাবি করে বলেন, বরিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাড়িতে না থাকার সুবাদে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফসহ ২৫/৩০ জন তাদের বাড়িতে ঢুকে পড়ে। তাকে না পেয়ে তার মা ছফুরাকে নানাভাবে গালিগালাজ করে। সিরাজুকে (তাকে)নৌকার পক্ষে কাজ করার সাধ মিটিয়ে দেব বলতে বলতে স্ত্রী মোমেনা প্রতিবাদ করায় তাকেও মারতে উদ্যত হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে আব্দুল লতিফ মোড়লসহ ১৬জনেরে নাম উল্লেখ করে সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে রবিরার সন্ধ্যায় নবীননগর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক থাকায় উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!