সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শনে নবাগত ডিসি আরিফ -উজ-জামান শ্যামনগরের গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ আশাশুনির খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দেবো: কাজী আলাউদ্দীন দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে- মুহাঃ আব্দুল খালেক মাথাপিছু ৫০ হাজার টাকা মু ক্তি প ণে র দা বি তে সুন্দরবনের ৭ জে লে কে অ প হ র ণ তালায় অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর উদ্যোগে সাতক্ষীরায় মতবিনিময় সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের মতবিনিময়

শোকের মাস আগস্টে সাতক্ষীরায় যুবলীগের আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

শোকের মাস আগস্ট পালন উপলক্ষ্যে সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুরাতন আইনজীবি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার ও বাঙালি জাতিকে আরও পিছিয়ে ফেলার চেষ্টা করেছিল ঘাতকরা। তা সত্ত্বেও বঙ্গবন্ধুর রক্তে জন্ম নিয়েছে কোটি কোটি সৈনিক। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার চেষ্টা অব্যহত রেখেছে। দেশে এখনও জঙ্গিবাদ মাঝেমধ্যে মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরার দুইজন সংসদ সদস্যকেও তারা হত্যা করতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষনা করেছে। দেশের জনগন এসব জঙ্গিবাদী ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করার অঙ্গীকার করেছেন। তিনি আরও বলেন, রক্তদান কর্মসূচীর মাধ্যমে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। তিনি এভাবেই বাঙালি জাতির জন্য জীবন দিয়ে গেছেন।

সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও রক্তদান কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, এসএম শওকত হোসেন, হারুনার রশীদ, কাজী আক্তার হোসেন, জহুরুল ইসলাম নান্টু, জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!