সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক হোসেন’র অকাল মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা স্বাধীন ফিলিস্তিনের দাবীতে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সামেকে সমাবেশ প্রতিপক্ষ প্রার্থী কর্তৃক হুমকি ধামকির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ উজ জামান সাঈদের সংবাদ সম্মেলন পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের কার্যক্রম বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা সাতক্ষীরায় চাকরিচ্যুত পু‌লিশ সদস‌্য খুন অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নিন্দা জ্ঞাপন দেবহাটায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

দেবহাটায় গৃহবধুকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তারকৃত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৩৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসপুর গ্রামের গৃহবধু তাসলিমা খাতুনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই দেবহাটা উপজেলার বজারাটি গ্রামের জমাত আলী গাজীর ছেলে ইদ্রিস আলী বাদি হয়ে মঙ্গলবার রাতে দুলা ভাই আজিবরের নাম উল্লেখ করে থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ নিহতের স্বামী আজিবর রহমানকে গ্রেপ্তার করে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আজিবর রহমান দেবহাটা উপজেলার বসপুর গ্রামের জিহাত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায় ১৭ বছর আগে বজারাটি গ্রামের ইদ্রিস আলীর বোন তাসলিমার সঙ্গে একই উপজেলার বসপুর গ্রামের আজিবর রহমানের সঙ্গে বিয়ে হয়। তাদের দু’টি সন্তান রয়েছে। সম্প্রতি মাঠে কাজ করার জন্য আজিবর তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতো। বাধ্য হয়ে তাসলিমা অন্যের জমিতে কাজ করতে যেতো। এরপরেও তাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো আজিবর। নির্যাতন সহ্য করতে না পেরে তাসলিমা এক সপ্তাহ আগে বাপের বাড়িত চলে আসে। সোমবার সকালে শ্বশুর বাড়িতে এসে আজিবর ঈদের কেনা কাটা করার জন্য স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় কেনাকাটা করতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যেয়ে সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আব্দুল গণির মালিকানাধীন আমবাগানে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। পরদিন সন্ধ্যায় বাড়ির মুরগির ঘরের মধ্যে থেকে আজিবরকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবহাটা থানার উপপরিদর্শক হাসিনা খাতুন জানান, তাসলিমা খাতুনকে হত্যার অভিযোগে তার ভাই ইদ্রিস আলী বাদি হয়ে মঙ্গলবার রাতে নিহতের স্বামী আজিবরের নাম উল্লেখ করে পরিকল্পিত হত্যা ও লাশ গুম করার চেষ্টার অভিযোগ এনে থানায় একটি মামলা (জিআর-৪৬/২১ দেবহাটা) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আজিবরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক বিলাস মন্ডল আগামি ১৬ মে রবিবার দিন ধার্য করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!