সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৮৮৭ জনের নমুনা পাঠানো হয়েছে। ২১২৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত ৪২২ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ১৬৮ জন সুস্থ হয়েছেন, 8 জন মারা গেছেন, ২৩০ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ১৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন। জেলায় মোট ২৪৬ জন আইসোলেসনে আছেন।
মোবাইল কোর্টের তথ্য:
করোনা ভাইরাস প্রতিরোধে জেলাব্যাপী সচেতনতামূলক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টে সর্বশেষ ৫ টি অভিযানে ১৮ টি মামলায় ৩১,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে এখন পর্যন্ত ৪১০০ টিরও অধিক মামলায় ৪৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
গণশুনানি:
আগামিকাল বুধবার সকাল ১১ টা থেকে জেলা প্রশাসক, সাতক্ষীরা অনলাইন গনশুনানি করবেন। অনলাইন গনশুনানি জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। গনশুনানিতে সাতক্ষীরা সদর উপজেলার ৪ জন, আশাশুনি উপজেলার ৩ জন, কলারোয়া উপজেলার ৫ জন, তালা উপজেলার ৩ জন, দেবহাটা উপজেলার ৩ জন, কালিগঞ্জ উপজেলার ২ জন, শ্যামনগর উপজেলার ২ জন সহ মোট ২৮ জন অনলাইন গনশুনানিতে অংশগ্রহন করবেন। জেলা প্রশাসক তাঁদের সমস্যা, সম্ভাবনার কথা শুনবেন এবং সমাধান করবেন।