মুজিব শতবর্ষ এবং উপকূলীয় এলাকার সবুজ বেষ্টনী গড়ে তুলতে লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আওতায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী ঢাকায় গাছের চারা প্রেরণ অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের শহীদ আঃ রাজ্জাক পার্ক থেকে ২য় দিনের মত আরও ১ ট্রাক ৩,৫৫৫টি গাছের চারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয় (গাছের চারার মধ্যে ছিল আম, ছবেদা, কাঁঠাল, ক্ষিরকুন, পেয়ারা, পাতা বাহার)।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি ও Green Environment Movement এর সহযোগিতায় গাছের চারা ঢাকায় প্রেরণ কার্যক্রম চলছে।
এই কার্যক্রম তত্ত্বাবধান করেন Green Environment Movements Satkhira District এর সভাপতি, সেঞ্চুরি একাডেমী সাতক্ষীরা এর পরিচালক, সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন।