শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারের তরুনীকে সাতক্ষীরায় এনে ধর্ম পরিবর্তন করে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ সাতক্ষীরায় ২৪ ঘন্টায় নাশকতার মামলায় জামায়াত বিএনপি’র ৫ নেতা কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে শিক্ষাবান্ধব ডাঃ আমিরুল ইসলাম ৬ বার এসএমসি’র সভাপতি নির্বাচিত মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাজুস সম্পাদক মনোরঞ্জন কর্মকার সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ  বিআরটিএ’র প্রাপ্তি স্বীকার রশিদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সাতক্ষীরায় কো*টা সং*স্কা*র আ*ন্দো*লনে পা*ল্টা-পা*ল্টি হা*মলা*য় পুলি*শ*সহ আহ*ত-১৩,আট*ক-১৫ বাজুস সাতক্ষীরা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত তালায় সরঞ্জামসহ ৩টি ডাহুক উদ্ধার তালায় আমার সংবাদ পত্রিকা ১ যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আই নিউজ বিডি”তে লিখুন আয় করুন

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬৮৮ বার পড়া হয়েছে

অনলাইন পোর্টাল “আই নিউজ বিডি”তে চালু হলো নতুন ফিচার ‘আই নিউজ বিডিতে লিখুন এবং আয় করুন’। অভিনব এই পদ্ধতি নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে আই নিউজ বিডি। এটি শুধু মিডিয়া জগতেই নয়, যারা লেখালেখি করে অর্থ উপার্জন করতে চান, তাদের জন্য একটি সুসংবাদও বটে। এতে করে লেখকগণ অনলাইনে লিখে লেখার প্রাপ্য টাকা পাবেন।

এতদিন প্রচলিত ছিল লেখক পত্রিকায় বা অনলাইনে লিখে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেত। “আই নিউজ বিডি”ই প্রথম এই নতুন ধারণা নিয়ে এলো । এ ধারণাটির মাধ্যমে লিখে যার লেখা যত বেশি হিট হবে, সে অনুযায়ী তিনি টাকা পাবেন।

প্রসঙ্গত, আই নিউজ বিডিতে লিখে যে কেউ অর্থ উপার্জন করতে পারবেন। এর জন্য আপনার স্মার্টফোনটিতে “আই নিউজ বিডি” এর অ্যাপটি ডাউনলোড অথবা ভিজিট করুন https://eyenewsbd.com । আর আপনি হতে পারেন দেশের জনপ্রিয় লেখকদের সমন্বিত এই গ্রুপের একজন সদস্য। দেশজুড়ে থাকা সৃজনশীল লেখকগন তাদের লেখার মাধ্যমে আমাদের পাঠক মনের খোরাক যোগাবেন এই প্ল্যাটফর্মে, আর সেই সেতুবন্ধন দৃঢ় করতে সঙ্গে থেকে প্রেরণা যোগাবে সকলের কাছে সমাদৃত “আই নিউজ বিডি”।

সাইন আপ করুন https://eyenewsbd.com তে, আর হয়ে উঠুন আই নিউজ বিডি এর একজন সক্রিয় লেখক!

লেখা পোস্ট করার নিয়মঃ
• https://eyenewsbd.com –এ হোমপেজের উপরে ডান দিকে “সাইনআপ” ট্যাব এ ক্লিক করুন।
• আপনার অ্যাকাউন্ট-এ সহজেই সাইন আপ করুন অথবা পূর্বে থেকেই আই নিউজ বিডিতে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।
• “Create new” ট্যাব এ ক্লিক করুন।
• লেখা পোস্ট করার জন্য আপনার লেখাটির একটি টাইটেল, বর্ণনা, ছবি (প্রতীকিও হতে পারে) এবং অন্যান্য তথ্যাদি ঠিকমত দিয়ে “Submit to Publish” বাটনটিতে ক্লিক করুন।
• আপনার প্রেরিত লেখাটি পরবর্তী ১ থেকে ২৪ ঘন্টার মধ্যে সম্পাদক কর্তৃক সম্পাদিত হবে এবং প্রকাশ উপযোগী হলে প্রয়োজনীয় ছবি, ভিডিও অথবা অলঙ্করণের সমন্বয়ে প্রকাশ করা হবে।
• প্রকাশিত হওয়া মাত্রই আপনার লেখাটি আপনার “Active” সেকশন এ যুক্ত হবে।
• আমাদের আহবান থাকবে লেখাটি যতটা সম্ভব আপনার পরিচিত মহলে ছড়িয়ে দেওয়ার। কারণ আপনার উপার্জনের শুরু এখান থেকেই।

প্রতিবেদনের বিষয়ঃ
প্রধানত যে বিভাগগুলিতে আমরা লেখা খুঁজছি তা হলঃ
নিউজ, সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা, ফিচার, সাহিত্য (বাংলাদেশ এবং আন্তর্জাতিক, বিনোদন, ব্যবসা, খেলা, লাইফ, প্রযুক্তি) সংক্রান্ত যেকোন বিষয়ে আপনার লেখাটি উপযুক্ত তথ্যসূত্র এবং ছবি সংযুক্ত করে পোস্ট করতে পারবেন।

কিভাবে আয় করবেনঃ
• আই নিউজ বিডির সম্পাদক কর্তৃক নির্বাচিত হবার পর আপনার প্রতিবেদনটি যথাযথ ভাবে সম্পাদিত হয়ে প্রকাশিত হবে।
• রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইলে সংযুক্ত ড্যাশবোর্ডের “My posts” সেকশন এ আপনি আপনার লেখার হালনাগাদ সব তথ্য ও অবস্থান জানতে পারবেন।
• আপনার প্রতিবেদনটি কি পরিমানে পঠিত হচ্ছে অথবা শেয়ার হচ্ছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার ড্যাশবোর্ডে জমা হতে থাকবে। যেকোনো সময়ে বা স্থান থেকে আপনি এই তথ্য দেখতে পারেন।
• একজন স্বাধীন লেখক হিসেবে আপনার উপার্জনের চাকা সচল রাখতে লেখাটি প্রকাশ হবার দিন থেকেই আপনার সম্মানী আপনার একাউন্টে জমা হতে থাকবে।
• প্রকাশিত হবার পর অনির্ধারিত সময়ের জন্য আপনার লেখাটি যতবার পঠিত হবে তার উপর ভিত্তি করে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ যোগ হতে থাকবে । এই অর্থের পরিমাণ নির্ধারণ হবে মূলত আপনার লেখাটির হিট কাউন্ট এবং CPM মূল্যের উপর।
• আপনার প্রতিটি লেখা পাবলিশ হবার পর অনির্ধারিত সময়ের জন্য আমাদের ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
• প্রতিটি লেখা থেকে উপার্জিত অর্থের পরিমান মাসে ৫০০ টাকা বা তার বেশি হলে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।

লেখা প্রকাশ হবার শর্তাবলীঃ
আই নিউজ বিডিতে লেখা পাঠাতে হলে আপনাকে যেসব নিয়মাবলি মেনে চলতে হবেঃ
• আই নিউজ বিডিতে লেখক হিসেবে আপনার তৈরি প্রোফাইলটির সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে। প্রোফাইলে আপনার ছবি, ইমেইল, ফোন নম্বর কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য প্রদান অসম্পূর্ণ থাকলে, আপনার লেখা সাইটে প্রকাশিত হতে বিলম্বিত হতে পারে।
• প্রতিবেদন লিখুন আপনার পছন্দের যেকোনো বিষয়ে। প্রতিবেদনের বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে লেখা আছে। এছাড়াও আমাদের পোর্টালের মেন্যুবারে উল্লেখিত ট্যাবগুলোর প্রতিটিতে চোখ বুলালেও এ সম্পর্কে ধারণা পাবেন।
• কপিরাইট সংক্রান্ত ঝামেলা এড়াতে এখানে শুধুমাত্র আপনার মৌলিক লেখাগুলোই পোস্ট করার অনুরোধ করা হল। তৃতীয় কোনো ব্যক্তির লেখা, অনুমতি ছাড়া কারো তোলা ছবি, ব্যক্তিগত কোনো গবেষণাপত্র এখানে প্রকাশের উদ্দেশ্যে পাঠানো যাবে না।
• এই সাইটে প্রকাশিত আপনার লেখাটি সম্পূর্ণ রূপে “আই নিউজ বিডি”র নিজস্ব সম্পত্তি বলে গণ্য হবে। সাইটে প্রকাশিত লেখাটির কোনো অংশ কপি করে, ব্যবহারকৃত ছবি ডাউনলোড করে তৃতীয় কোন ওয়েবসাইটে কিংবা ব্যক্তিগত প্রচার প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
• একই বিষয়ে একাধিক আর্টিক্যাল না লিখে, প্রতিবার নিত্য নতুন বিষয় নিয়ে লেখা দিতে পারেন।
• আর্টিক্যালটি অনুবাদ হলে, মূল লিঙ্কটি তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে হবে।
• আমাদের লক্ষ্য থাকবে পাঠককে মানস্মমত লেখার সঙ্গে পরিচয় ঘটানো। সুতরাং আর্টিক্যালের ভাষা যথাযথভাবে শুদ্ধ হতে হবে। দুর্বল ভাষাজ্ঞান কিংবা অতিরিক্ত বানান ভুল লেখাটিকে অযোগ্য বলে বিবেচিত করতে পারে।
• লেখকের প্রোফাইলে তার নিজের মুখচ্ছবি থাকতে হবে।
• কোনো রকম উগ্র, নাশকতামূলক, যৌনবিকৃত কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা পাওয়া গেলে আপনার লেখক প্রোফাইলটি জব্দ করে নেওয়া হবে।
• আই নিউজ বিডির সাইটে প্রকাশিত প্রতিটি লেখার দায়িত্ব সাইটের কর্তৃপক্ষের। লেখকের প্রকাশিত কোনো লেখায় কপিরাইট আইন কিংবা তৃতীয় কোন ব্যক্তির অধিকার লংঘিত হয় এমন কোন বিষয় পেলে, কর্তৃপক্ষ যে কোনো সময় লেখাটি সাইট থেকে সরিয়ে নিতে পারেন।

সম্পাদকীয় বিধিনিষেধঃ
এই সাইটের একজন সক্রিয় এবং মৌলিক ধারার লেখক হিসেবে যে সকল বিষয়গুলো আপনি এড়িয়ে চলবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন তা হলো:

• কোন রকম উগ্র, নাশকতামূলক, যৌনবিকৃত, বর্ণবাদী কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা।
• “আই নিউজ বিডি”র সাইট কিংবা সফটওয়্যার হ্যাক করার চেষ্টা করা।
• কোনো রকম ধ্বংসাত্মক ভাইরাস কিংবা কোড সাইটে প্রবেশ করানো।
• আর্টিক্যালের সঙ্গে সম্পর্কিত না এমন কোনো লিঙ্ক সংযুক্ত করা।
• নিজের নাম এবং পরিচয় গোপন করে প্রোফাইল খোলা।
• কোনরকম আইনবিরোধী কাজে লিপ্ত হওয়া।
• লেখা কিংবা উক্তির মাধ্যমে অন্যকে উত্তক্ত করা, ব্যক্তিস্বার্থে আঘাত করে এমন কাজ করা।
• বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষায় আর্টিক্যাল পোস্ট করা।
• অন্য কোনো সাইটের কনটেন্ট চুরি করা, সরাসরি অনুবাদ করা, কিংবা কপি করা।
• উভয় পক্ষের কপিরাইট আইন লঙ্ঘিত হয় এমন কিছু করা।
• প্রতারণা, হ্যাকিং কিংবা এই সংক্রান্ত কোনো রকম অবৈধ কর্মকাণ্ড অবলম্বন করা।
• কোন আর্টিফিশিয়াল বা অটোমেটিক পন্থা অবলম্বন করে পেজের কিংবা লেখার ইম্প্রেসন বাড়ানো।
• এখানে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ত্ব ও দায় “আই নিউজ বিডি” কর্তৃক সংরক্ষিত। আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়ত চেষ্টা করে যাতে নির্ভুল, মৌলিক এবং গ্রহণযোগ্য বিষয়াদি প্রকাশিত হয়। তবে সার্বিক চর্চার উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের কাছে বিস্তারিত লিখুন অথবা কল করুন। ইমেইল করুন : eyenewsbd@gmail.com
কল করুন: +8801819130966

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!