সাতক্ষীরায় এক নববধুর হাতের মেহেদী রং মুছতে না মুছতে স্বামী আরিফ হোসেন জুয়েল (২২) কারখানার ছুরি ভেঙ্গে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে।
ঘটনাটি সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদাহ নামক স্থানে এক পলিথিন কারখানায় আজ বুধবার সন্ধ্যায় ঘটেছে।এ ঘটনায় পুলিশ পলিথিন কারখানার মালিক মিলন সাধু (২৮) কে জিজ্ঞাসাবাদেরর জন্য আটক করেছে বলে জানিয়ছেন।
জানা গেছে, নিহত জুয়েল পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ মুনছুর আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায়ে পলিথিন কারখানায় কাজ করছিল ছুয়েলে। বিকালে খারখানার মেশিনের ব্লেড ভেঙ্গে তাঁর মাথা সহ মুখমণ্ডলে লাগলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ বিষয়ে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানিয়েছেন, পলিথিন কারখানার অনুমোদন হতে পারে না।