সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৩৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ৮ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির অনুমোদন দেন।
এর মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটিতে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
প্রভাষক প্রনব ঘোষ বাবলু তালা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও তালা উপজেলা পরিষদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সুভাষিণী ডিগ্রী কলেজ,মাগুরা আইডিয়াল কলেজ, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি খলিলনগর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তালা উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ সংগঠক প্রভাষক প্রনব ঘোষ বাবলু করোনা,বুলবুল ও আম্পানের পরবর্তী সময়ে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন।
প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে অভিনন্দন জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ
নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান প্রমুখ।