দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী সোহাগের পিতা বিশিষ্ট কন্ঠ শিল্পী আব্দুর রাজ্জাক (খুলনা বেতার) আর নেই।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না- লিল্লাহি —রাজিউন)। দীর্ঘদিন শারীরিক অসুস্থ থেকে এহ জগত ত্যাগ করে তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। মুত্যুকাল তার বয়স হয়েছিল ৫৮ বছর। কালিগঞ্জের নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের নিবাসী, খুলনা বেতারের নিয়মিত ণিল্পী আব্দুর রাজ্জাক মৃত্যুকালে দুই পুত্র, স্ত্রীসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মার নামাজবাদ জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পুত্র সোহাগ নিশ্চিত করেছেন। আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি লসমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ, সাম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনি সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ।