শত কর্মব্যস্ততা সর্তেও বছরের একটি দিন হাসি আনন্দ ভাগা ভাগি করে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির বার্ষিক প্রীতি ভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ জানুয়ারী) দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশার সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সঞ্চালনা এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রীতিভোজে উপস্থিত ছিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মো. রজব আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মো. তুহিন আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন এবং সদস্য ইয়াছিন আলী, কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী, রফিকুল ইসলাম ও ফজর আলী মন্ডলসহ শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা বার্ষিক প্রীতিভোজে অংশ নেয়। শত কর্মব্যস্ততার মাঝে ব্যবসায়ীরা দিনভর হাসি আনন্দে মেতেছিল। দুপুরে বার্ষিক প্রীতিভোজে অংশগ্রহণকারী সকল সদস্যের মাঝে প্রীতিভোজের খাবার বিতরণ করেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু।