সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ৭ ব্যক্তি। বৃহস্পতিবার এ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলে এ পর্যন্ত ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলেও ইতোমধ্যে ১১ জন করোনামুক্ত হয়েছেন। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে বর্তমানে উপজেলায় ৩১ জন করোনা আক্রান্ত থাকলেন।
নতুন আক্রান্ত ব্যক্তিরদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
৯ জুলাই আসা রিপোর্টে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের শহিদুল ইসলামের স্বজন শুভ (১৬), কুশোডাঙ্গা ইউনিয়নের ধানঘোরা গ্রামের আবুল হোসেনের পুত্র আলমগীর হোসেন (৩৮), কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের আমির আলীর পুত্র আকলাম হোসেন (৫৭), কলারোয়া সরকারি কলেজের পূর্ব পাশে পৌরসভার ২নং ওয়ার্ডে পুরাতন খাদ্য গোডাউন সড়কের ইয়াসিন মুহুরীর বাড়ির বাসিন্দা একই পরিবারের ৪জন যথাক্রমে মুরাটীকাটী গ্রামের মৃত বিষু সরদারের পুত্র খোরশেদ আলী (৬৫), হযরত আলীর পুত্র আজগর আলী (৫৩), আজগর আলীর স্ত্রী রাবেয়া খাতিন (৪৫) ও আকতারুজ্জামানের স্ত্রী ফাতেমা খাতুন (২৮)।
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘এদিন পর্যন্ত ৫৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৫৩৫ জনের রিপোর্ট এসেছে।’
তিনি আরো বলেন, ‘সচেতনতার বিকল্প নেই। অনেক মানুষের উদাসীনতার কারণেই করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। করোনা প্রতিরোধে সকলের স্বাস্থ্যবিধি মানতেই হবে।’
উল্লেখ্য, এ পর্যন্ত নতুন করে আক্রান্ত ৭ জনসহ মোট ৩১ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলেন। এরমধ্যে পৌরসদরে ১৪, উপজেলার দেয়াড়া ইউনিয়নে ৩, লাঙ্গলঝাড়ায় ১, কেঁড়াগাছি ১, কয়লা ১, সোনাবাড়িয়া ২, হেলাতলা ৩, কুশোডাঙ্গা ২, জালালাবাদে ১, যুগিখালী ইউনিয়নে ১জন ও দেয়াড়ায় ২জন সহ মোট ৩১ ব্যক্তি।