সাতক্ষীরায় জলবায়ুু অভিবাসী ও দরিদ্র পরিবার সমূহের জন্য ছাগল পালনের ওপর এক দিনের পুন. প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর ২ ও ৩নং কলোনীতে ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় ৪টি ব্যাচে এ প্রশিক্ষণ গত ২৭ ডিসেম্বর শুরু হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. ইকবাল হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম ও পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ। জিআইজেড এর কারিগরী সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনিক ডেভেলপমেন্ট ও কোপারেশন (বিএমজেড) এর অর্থায়নে বেসরকারি সংস্থা উত্তরন সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর ২ ও ৩নং কলোনীতে ছাগল পালন বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে মাচা পদ্ধতিতে ছাগল পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ ব্যবস্থাপনা, রোগের প্রতিকার, কিভাবে ছাগল পালন করে লাভবান হওয়া যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াসহ ছাগল পালনের পাশাপাশি উন্নত জাতের ঘাস এবং বাড়ির আঙিনায় ও ঘরের চালে সবজি চাষ করে সংশ্লিষ্ট নারীরা সংসারের আয় বাড়ানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, প্রকল্পের দীর্ঘ স্থায়ী প্রভাব ও বস্তির অন্যান্য দরিদ্র পরিবারের কল্যাণের স্বার্থে সংশ্লিষ্ট প্রথম সুবিধা ভোগী সরবরাহকৃত ছাগলের প্রথম মেয়েশাবক (বাচ্চা) কে প্রকল্প এলাকার অন্য দরিদ্র পরিবারের নিকট হস্তান্তর করতে সম্মত থাকবে বিধান রেখে সাতক্ষীরা পৌরসভায় ৫৯টি পরিবারে ১১৮টি ছাগল বিতরনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ছাগলের সংখ্যা ২২৮টি এবং ইতিমধ্যে ৩৫টি প্রথম মেয়েশাবক (বাচ্চা) ৩৫টি অন্য দরিদ্র পরিবারকে হস্তান্তর করা হয়েছে।