শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজ শিক্ষক সহ আটক-৩  পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে সাতক্ষীরার প্রান সায়ের খাল মশা উৎপাদনের খামারে পরিণত কালিগঞ্জে আইন শৃঙ্খলা, চোরাচালান ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ন‌ওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কলারোয়ায় চাঁদাবাজ, ভুমিদস্যু ও আদম ব্যবসায়ী তফুরার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কলারোয়ায় গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ সাতক্ষীরায় কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষে গোডাউনে মজুদ করা ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান থাকতে হবে-গণতন্ত্রের বিজয় দিবসে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৫১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ০৪টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা জেলা শাথার আয়োজনে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, “আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন, গণতন্ত্রের বিজয় দিবস। যারা বাংলাদেশ আওয়ামীলীগকে ধ্বংশ করতে চেয়েছিল। তারা আজো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংশকারীরা আজো ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা বারবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারা কারা ? আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। যারা আমাদের দলের মাঝে সুকৌশলে আওয়ামীলীগকে ধ্বংশ করছে। তারা আমাদের দলের মধ্যেই লুকিয়ে থাকা জামাত-বিএনপির প্রেতাত্বা। যাদের চৌদ্দ গোষ্ঠী কখনও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করেনি তারাই আজ দলের বড় বড় পদে আছে। তারা সুযোগ পেলেই আমাদের দল ও দেশকে ধ্বংশ করবে। ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান থাকতে হবে। আমরা বোকার স্বর্গে বাস করিনা। তাদের দাঁতভাঙ্গা জবাব দেব। বাংলাদেশে একটি দল পদে পদে গণতন্ত্রকে ধ্বংশ করেছিল। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অবস্থার পরিবর্তন করে দেশে গণতন্ত্র পূণরুদ্ধার সম্ভব হয়েছে।’
গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!