সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গোপালগঞ্জের আয়োজনে এবং ০২ সুন্দরবন রেজিমেন্ট, খুলনা—এর সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবা কার্যক্রমের ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী করোনা (কোভিড—১৯) পরিস্থিতির প্রেক্ষাপটে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার, পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান সহ বিশেষ প্রচারণামূলক কার্যক্রম ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে গোপালগঞ্জ জেলার সকল বিএনসিসি প্লাটুনের আয়োজনে সুন্দরবন রেজিমেন্ট খুলনা এর জি, আর্টিলারি রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ—এর বিএনসিসি প্লাটুন কমান্ডার মাহমুদ আলী খন্দকার—এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মহব্বত আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুল ইসলাম।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্লাটুন কমান্ডার মোহাম্মদ আশিকুজ্জামান ভৃঁইয়া, টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের প্লাটুন কমান্ডার কামাল হোসেন, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ শতাধিক বিএনসিসি ক্যাডেট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কর্মকাণ্ড সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর প্রধান অতিথি পৌর মেয়র কাজী লিয়াকত আলী’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠ প্রাঙ্গণে ফিরে শেষ হয়। পরে সরকারি বঙ্গবন্ধু কলেজ—এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মহব্বত আলী সমাপনী বক্তব্য রাখেন।