সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় ইটবাহী ট্রাকের ধাক্কায় আরাফাত বিশ্বাস (২১) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৫.২০ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরাফাত বিশ্বাস তালা উপজেলার বারাত গ্রামের ফুরকান বিশ্বাসের পুত্র।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটা শ্রমিক আরাফাত বিশ্বাস বাজার করতে বাইসাইকেলযোগে পাটকেলঘাটায় আসার পথিমধ্যে সাতক্ষীরাগামী ইটবোঝাই একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০১১০) পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় তাঁকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ড্রাইভার-হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।